গ্রেপ্তারকৃতরা হলেন, আমির হোসেন
সনেট (৩৬) ও সজিব রায় (৩৩)। রবিবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তাদের হেফাজত থাকা একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমিরি ওসমানের সশস্ত্র ক্যাডার ছিলো। ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় এসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া
এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমির হোসেন সনেট ও সজিব রায়কে আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশি করে একট পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি করা হয়।গ্রেপ্তারকৃত আমির হোসেন সনেট নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোড়া পানির ট্যাংকি এলাকার
মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং সজিব রায় নারায়ণগঞ্জ সদর থানার নগর খানপুর এলাকার মৃত গোপাল রায় এর ছেলে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার কার্যক্রম শেষে সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
					
					
					
					
					
					
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			