নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
লাইসেন্সবিহীন ও অনিয়মে জরিমানা তিন ডায়াগনস্টিক সেন্টার
নান্দাইল (ময়মনসিংহ), ২৭ আগস্ট ২০২৫
নান্দাইল উপজেলায় একের পর এক অনিয়মে জর্জরিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান চালানো হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ইউনো ম্যাডাম। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধ-সরঞ্জাম ব্যবহার, লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনাসহ একাধিক অনিয়ম ধরা পড়ে।
এ অভিযানে আব্বাস ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার এবং বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে পৃথকভাবে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মের কারণে কয়েকটি প্রতিষ্ঠান সীলগালা করে দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ইউএনও বলেন, “অসুস্থ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও স্বাস্থ্যসেবার নামে অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের অধিকার রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।”
অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও উপস্থিত ছিলেন।