close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নালিতাবাড়ীতে যুবলীগ কর্মী এনামুল গ্রেফতার

Nazmul Mia avatar   
Nazmul Mia
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা শহর থেকে এনামুল কবির নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।..

১৬ মে শুক্রবার সন্ধ্যায় শহরের টিএন্ডটি রোডস্থ তার নিজ বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারার ছোট ভাই।পুলিশ সূত্রে, গেল বছরের ৫ আগস্ট নালিতাবাড়ী পৌরসভাসহ শহরের বিভিন্ন স্থানে হামলা-লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় একই বছরের ১৩ ডিসেম্বর নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী এনামুল কবির। এছাড়াও একই সময়ে শহরের ঢাকা বাস স্টেশন এলাকায় ১৩টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় চলতি বছরের ১৩ মে নালিতাবাড়ী থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। এ মামলায়ও এনামুল এজাহারভুক্ত আসামী। এসব মামলায় এনামুলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এছাড়াও বিগত আওয়ামী লীগ আমলেও বিভিন্ন অভিযোগে এনামুলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments found


News Card Generator