close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
রাষ্ট্রকাঠামো সংস্কারে ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।..

উপজেলার মাটিভাঙ্গা, মালিখালী ও শাখারীকাঠী ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে শুক্রবার (১ আগস্ট) বিকেলে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

নাজিরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও শাখারীকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এম. আনোয়ারুল ইসলাম পলাশ, নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মিজানুল রহমান দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্যসচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস.এম. মাজেদুল কবীর রাসেল, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান শরীফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান ও মো. তাওহীদুল ইসলাম ফরাজী, ছাত্রদলের আহ্বায়ক এইচ.এম. শামীম হাসান, সদস্যসচিব মো. তারেক আবদুল্লাহ বাপ্পি প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের সহযোগীরা এখনও সক্রিয়। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। তারা আরও বলেন, সাম্প্রদায়িক উস্কানি, সহিংসতা, দখলবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

বক্তারা সকলকে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তাওহীদুল ইসলাম।

Keine Kommentare gefunden