close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নাইমের ফাইফারে বাংলাদেশ এগিয়ে ১০ রানে

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
কামিন্দু মেন্ডিস যেভাবে শ্রীলঙ্কাকে টানছিলেন, তাতে মনে হচ্ছিলো - শ্রীলঙ্কা লিড নিতে যাচ্ছে। ৪৬৫ রানে ৬ উইকেট ছিলো লঙ্কানদের, তারপরেই ছন্দপতন।..

৪৬৫ রান থেকে ৪৮৫, এই ২০ রানের মধ্যে ৪ টি উইকেট হারায় শ্রীলঙ্কা। যার অন্যতম কৃতিত্ব স্পিনার নাইম হাসানের। ক্যারিয়ারের চতুর্থ ফাইফার তুলে নিয়েছেন তিনি। 

স্বাগতিকদের প্রথম ইনিংসে ৪৮৫ রানে থামায় টাইগাররা। ১০ রানের লিডে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা চলাকালীন বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১১ রান। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ পায় ৪৯৫ রানের। নাজমুল শান্তর ১৪৮, মুশফিকুর রহিমের ১৬৩ ও লিটন দাসের ৯০ রানের উপর ভর করে বাংলাদেশ ব্যাটিং করে সবমিলিয়ে দুইদিন।

没有找到评论