close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নড়াইলে ফসলের জমি থেকে মানুষের কঙ্কাল ও অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার!..

Arif Masum avatar   
Arif Masum
নড়াইল এর লোহাগড়ায় ফসলি জমি থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা-কোলা এলাকার তিল ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের একটি মানুষের কঙ্কাল, মাথার খুলি, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। 

জানাগেছে সোমবার (২৩ জুন) দুপুরে স্থানীয় কৃষকরা একটি তিল ক্ষেতের পাশ দিয়ে যাবার সময় ক্ষেতের ভিতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কঙ্কালসহ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক দেখতে পায়। সংবাদ শুনে গ্রামবাসী আতঙ্কিত হয়ে স্থানীয় পুলিশকে খবর দিলে তারা এসে কঙ্কাল সহ বেশ কিছু আলামত উদ্ধার করে। তবে কঙ্কালটির পরিচয় বা অন্য কোনো তথ্য এখনো জানা সম্ভব না হলেও কঙ্কালের পাশে থাকা নারীর পোশাক দেখে প্রাথমিক ভাবে এটিকে কোনো নারীর বলেই ধারণা করা হচ্ছে। 

ফসলের জমিতে মানুষের কঙ্কাল সহ বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ পাওয়া যাওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে জানিয়েছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator