নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। হামলায় আরও অনেকে আহত হয়েছেন।..


স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউয়ের একটি মসজিদে এ হামলা চালানো হয়। নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালানো হয় এবং ভয়ে পালাতে থাকা মানুষদেরও লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারীরা।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে জমি ও পানির প্রবেশাধিকার নিয়ে কৃষক ও পশুপালকদের সংঘাত প্রায়শই সহিংসতায় রূপ নেয়। সেখানে এ ধরনের সশস্ত্র হামলা এখন প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

এর আগে চলতি বছরের জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল। 
কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের এ হত্যাযজ্ঞের পর এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “সরকার কঠোর অবস্থান নিয়েছে, যাতে আরও কোনো আক্রমণ প্রতিরোধ করা যায়।”

No comments found