close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২১ জন ক্রীড়াবিদের মৃত্যু..

Zahidul Islam avatar   
Zahidul Islam
নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সমগ্র দেশে শোকের ছায়া। অপূরণীয় ক্ষতির সম্মুখীন পুরো জাতি।..

নাইজেরিয়ায় একটি মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন ক্রীড়াবিদ। দেশটির ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) জানিয়েছে, শনিবার (৩১ মে) রাতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটি একাই রাস্তা ব্যবহার করছিল এবং প্রাথমিক তদন্তে অন্য কোনো যানবাহনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার শিকার বাসটি দক্ষিণ নাইজেরিয়ার ওগুন রাজ্যে অনুষ্ঠিত ২২তম জাতীয় ক্রীড়া উৎসব শেষে ক্রীড়াবিদদের নিয়ে উত্তরাঞ্চলীয় শহর কানোতে ফিরছিল। প্রায় ১,০০০ কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় চালকের অতিরিক্ত গতি এবং দীর্ঘ রাতের ক্লান্তিই দুর্ঘটনার প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় ক্রীড়া উৎসবে হুইলচেয়ার বাস্কেটবলসহ বিভিন্ন ধরনের খেলা, যেমন ঐতিহ্যবাহী পশ্চিম আফ্রিকান কুস্তি অন্তর্ভুক্ত ছিল। নিহতদের অনেকেই ছিলেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদ।

এই মর্মান্তিক দুর্ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। সম্প্রতি রাষ্ট্রপতি বোলা টিনুবু এই জাতীয় ক্রীড়া উৎসবকে "ঐক্য, শক্তি ও স্থিতিস্থাপকতার প্রতীক" হিসেবে অভিহিত করেছিলেন।

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক। এফআরএসসি-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৯,৫৭০টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫,৪২১ জন। এসব দুর্ঘটনার পেছনে খারাপ রাস্তা, ট্রাফিক আইন অমান্য করা এবং বেপরোয়া গতি বড় কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি