কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মাছুম বিল্লাহ অভিযোগ করেছেন, নাহিদ-হাসনাতরা সংস্কার ও পিআরের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি সতর্ক করে বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তির সম্পদ নয়, এটি ছাত্র-জনতা ও মেহনতি মানুষের অর্জন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ নাহিদ-হাসনাতদের তীব্র সমালোচনা করে বলেছেন, তারা আসলে এই দেশের জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। বুধবার (২০ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মাছুম বিল্লাহ বলেন, “নাহিদ-হাসনাতরা বুঝতে পেরেছেন তাদের কোনো জনপ্রিয়তা নেই, জনগণ তাদের পাশে নেই। ভোটের মাঠে তাদের অস্তিত্ব নেই বললেই চলে। তাই তারা নতুন নাটক সাজাচ্ছেন সংস্কার ও পিআরের নামে। তাদের লক্ষ্য হচ্ছে মানুষকে বোকা বানানো, তবে এ দেশের সাধারণ মানুষ এতটা সরল নয় যে এই প্রতারণায় বিশ্বাস করবে।”
তিনি আরও বলেন, “যেভাবে খুনি হাসিনা মুক্তিযুদ্ধকে পারিবারিক সম্পত্তি মনে করে প্রচার চালাতেন, সেভাবেই নাহিদ-হাসনাতরা জুলাই মাসের গণ-অভ্যুত্থানকে নিজেদের সম্পদ হিসেবে দাবি করতে চাইছে। কিন্তু আমরা তাদের সতর্ক করে দিতে চাই—জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং ছাত্র-জনতা, মেহনতি শ্রমজীবী মানুষের রক্ত-ঘামে অর্জিত এক ঐতিহাসিক অধ্যায়।”
সভায় উপস্থিত নেতাকর্মীরা হাততালি দিয়ে মাছুম বিল্লাহর বক্তব্যের প্রতি সমর্থন জানান। বক্তৃতার বিভিন্ন পর্যায়ে তিনি সরকারের দমননীতি, স্বেচ্ছাসেবক দলের ভবিষ্যৎ কর্মসূচি এবং তরুণদের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। তার দাবি, বর্তমান সময়ে জনগণ বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে, আর তাই সরকারের পতন এখন সময়ের অপেক্ষা মাত্র।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্যসচিব শরিফুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী পাটোয়ারী নুরু, গিয়াস উদ্দিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা সবাই বক্তব্যে নাহিদ-হাসনাতদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সংস্কারের নামে বিএনপির ভেতর ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেন।
চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসহাক বেপারী ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তাদের সঞ্চালনায় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত নেতাকর্মীরা বারবার স্লোগানে মুখরিত করে তোলেন।
মাছুম বিল্লাহ তার বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, “আমরা স্বেচ্ছাসেবক দল কখনো ভ্রষ্ট রাজনীতির সঙ্গে আপস করব না। এ দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়বিচারের জন্য আমরা শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। কোনো ষড়যন্ত্র, কোনো ভুয়া সংস্কার আমাদের পথ রোধ করতে পারবে না।”
এমন মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো নাহিদ-হাসনাতদের মতো তথাকথিত সংস্কারপন্থীদের রাজনৈতিক এজেন্ডা বরদাস্ত করবে না।