টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিদ্যুৎ পরিস্থিতির অবনতি এখন চরমে। প্রচণ্ড গরমের মধ্যেও দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। এতে জনজীবন হয়ে পড়েছে চরম অতিষ্ঠ।
ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ না থাকায় দোকানের ফ্রিজ, এসি, লাইট বন্ধ থাকায় ক্রেতারা দূরে থাকছেন, ফলে বিক্রয় কমে গেছে প্রায় অর্ধেকে। একদিকে যেমন আয় কমছে, অন্যদিকে আবার ব্যাটারি ফ্যান, জেনারেটর চালাতে গিয়ে বেড়েছে অতিরিক্ত খরচ।
ছাত্রছাত্রীদের অবস্থা আরও করুণ। বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে বইয়ের পাতায় মন বসছে না। অনেক শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে পড়ছে।
অন্যদিকে, স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোর অবস্থাও ভয়াবহ। বিদ্যুৎ বিভ্রাটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। রোগীদের ভোগান্তির সীমা নেই। অক্সিজেন সাপ্লাই, চিকিৎসা সরঞ্জাম চালু রাখতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিদ্যুৎ অফিসে বারবার জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তারা দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। নাগরপুরের সচেতন মহলের আহ্বান— জনদুর্ভোগ নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।