close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নাগরপুর খোরশেদ মার্কেট গরুর হাটে ওসি’র পরিদর্শন: নিরাপত্তা ও সচেতনতার বার্তা..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুর খোরশেদ মার্কেট গরুর হাটে ওসি’র পরিদর্শন: নিরাপত্তা ও সচেতনতার বার্তা..

 

সিপন রানা(নাগরপুর)প্রতিনিধি:
নাগরপুর, ৫ জুন ২০২৫:
আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে নাগরপুর উপজেলার খোরশেদ মার্কেট গরুর হাটে আজ পরিদর্শন করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

পরিদর্শনকালে হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি হাটে নিরাপত্তা নিশ্চিতকরণ, জাল টাকার প্রতারণা রোধ, ন্যায্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

ঈদকে কেন্দ্র করে গরুর হাটে বাড়তি ভিড় এবং আর্থিক লেনদেনকে ঘিরে যে শঙ্কা তৈরি হয়, তা দূর করতে প্রশাসনের এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

স্থানীয়রা জানান, প্রশাসনের তৎপরতা এবং ওসি’র সরেজমিন উপস্থিতি হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এবং ক্রেতা-বিক্রেতাদের মাঝে আস্থা সৃষ্টি করেছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator