নাগরপুর বাজারে পাটের ব্যাগ বিতরণ: পলিথিনমুক্ত বাজার গড়তে উপজেলা প্রশাসনের উদ্যোগ..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুর বাজারে পাটের ব্যাগ বিতরণ: পলিথিনমুক্ত বাজার গড়তে উপজেলা প্রশাসনের উদ্যোগ..

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নাগরপুর উপজেলায় পলিথিনমুক্ত একটি পরিবেশবান্ধব বাজার গড়ে তুলতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগের অংশ হিসেবে মুদি বাজারে ১০ হাজার পুনঃব্যবহারযোগ্য পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। উপজেলার ১০০টি মুদি দোকানে এসব ব্যাগ সরবরাহ করা হয়, যা আগামীকাল থেকে ক্রেতাদের মধ্যে বিতরণ শুরু হবে।

জেলা প্রশাসকের নির্দেশনায় নাগরপুর বাজারসহ পুরো উপজেলার বাজারগুলোকে পলিথিনমুক্ত করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়। ক্রেতারা মুদি দোকান থেকে ব্যাগ বুঝে নিয়ে তাদের দৈনন্দিন কেনাকাটায় ব্যবহার করতে পারবেন।

পাটের ব্যাগ বিতরণের পাশাপাশি উপজেলা প্রশাসন আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বাজারে পাট বা কাপড়ের ব্যাগের যোগান নিশ্চিত করতে ১৫ জন অসচ্ছল নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। তাঁরা দোকানিদের চাহিদা অনুযায়ী মাসিক ভিত্তিতে কাপড়ের ব্যাগ তৈরি করবেন।

এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুর জামান বকুল ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। তাঁরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে পলিথিন বর্জনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহ থেকে বাজারে পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আরাফাত মোহাম্মদ নোমান  এক প্রতিক্রিয়ায় বলেন,পলিথিন একটি নীরব ঘাতক। এটি পরিবেশের মারাত্মক ক্ষতি করে। নাগরপুর বাজার থেকে পলিথিন দূর করতে আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।”

Hiçbir yorum bulunamadı