close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মুশফিক মাহমুদউল্লাহর স্থলাভিষিক্ত হবেন কে? জানালেন অধিনায়ক মিরাজ..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
সর্বশেষ ফেব্রুয়ারিতে ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ জিততে পারেনি টাইগার। দীর্ঘ সময় বাংলাদেশ ৫০ ওভারেএ ক্রিকেটে ফিরতে যাচ্ছে..

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। মুশফিক মাহমুদউল্লাহ ও নিয়েছেন অবসর। সাকিব আল হাসান ও বাংলাদেশের জার্সিতে ফেরা নিয়ে শংকা রয়েছে। সবমিলিয়ে প্রায় ২০ বছর পর পঞ্চপাণ্ডব বিহীন ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। 

মুশফিক মাহমুদউল্লাহর অবসরের পর তাদের ব্যাটিংয়ের জায়গা রয়েছে ফাঁকা। তাদের জায়গায় কে কে খেলবে? আজ সংবাদ সম্মেলনে ঠিক এমন প্রশ্নের সম্মুখীন হতে হয় মিরাজ কে। তিনি বলেন,  'দেখেন এর আগেও আমি বলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আসার পর আমরা আর কোনো ওয়ানডে খেলিনি। দুইটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু চলে গিয়েছে মুশফিকুর রহিম ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই।'

তারা অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল দলের জন্য। দুইটা জায়গাই অনেক ভেল্যুয়েভল আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করব এই জায়গাতে যারা অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে তারা ওই জায়গাটা যাতে নিতে পারে। অধিনায়ক হিসেবে আমার মনে হয় ওই দুই জায়গার এক জায়গায় আমি ব্যাটিং করতে পারি। আর একটা জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারি। ওখান থেকে কিন্তু খেলাটাকে বানাতে হয়, এই জায়গায় আমাদের সিনিয়রদের ওই দায়িত্বটা নিতে হবে। 

বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েই গেছে। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিং কে করবেন, দলে ফেরা লিটন দাস বা মোহাম্মদ নাঈম নাকি পারভেজ হোসেন? এ ছাড়া আরও আছেন নাজমুল হোসেন শান্ত। সব প্রশ্নের উত্তর জানা যাবে কাল প্রথম ওয়ানডেতে

Keine Kommentare gefunden


News Card Generator