Popular actress Meher Afroz Shaon raised a storm on social media asking—“Has the Liberation War now been turned into a ‘71 Deal’?” Her reaction came afte
হেডলাইন (বাংলা, SEO-অপ্টিমাইজড)
মুক্তিযুদ্ধকে কি ‘৭১ ডিল’ বানানো হচ্ছে? পাকিস্তান বৈঠক ঘিরে শাওনের ক্ষুব্ধ প্রশ্ন
শর্ট ডিসক্রিপশন (বাংলা)
জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ক্ষোভ প্রকাশ করে বলেছেন—মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল? পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক ঘিরে তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
Short Description (English)
Popular actress Meher Afroz Shaon raised a storm on social media asking—“Has the Liberation War now been turned into a ‘71 Deal’?” Her reaction came after a meeting between Pakistan’s Deputy Prime Minister and NCP leaders in Dhaka.
সম্পূর্ণ নিউজ রিপোর্ট
বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। এ যুদ্ধের রক্ত ও আত্মত্যাগ আজও জাতির গর্বের প্রতীক। কিন্তু সম্প্রতি এই মহান মুক্তিযুদ্ধের নাম ঘিরে বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
পর্দায় তাকে এখন আর নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সক্রিয় থাকেন শাওন। তিনি প্রায়ই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। সম্প্রতি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের বৈঠককে কেন্দ্র করে শাওনের ফেসবুক পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শাওন একটি ভিডিও শেয়ার করে তাতে লিখেছেন—“মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!” তার মতে, বৈঠকের আলোচনায় যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, তাতে মুক্তিযুদ্ধের মর্যাদা প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।
তার পোস্টে শাওন আরও লেখেন—“এই ‘ঘিলু’ মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কবে পেলেন? পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সঙ্গে বৈঠক করে ফরেন পলিসি নিয়ে কথা বলছেন! ওনার ভাষ্যমতে গত ১৫-২০ বছরে পাকিস্তান তাদের ভালো ভালো জিনিস আমাদের শেখাতে পারেনি। যাক, ভালোই হলো—এখন বাংলাদেশ সব শিখে নেবে। কিন্তু ৪৪ সেকেন্ড পার করতেই দেখলাম, ‘৭১ ডিলের’ একটি ইস্যু নাকি আছে, যেটা দ্রুত সমাধান করা উচিত! মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল?”
শাওনের এই বক্তব্যে অনেক অনুরাগী সমর্থন জানিয়েছেন। কেউ মন্তব্য করেছেন—“কেন পাকিস্তান? আর আপনাদের এই দায়িত্ব কে দিল?” আবার কেউ লিখেছেন—“পাকিস্তান চাই না, পাকিস্তানের কোনো ডিলও চাই না।” অন্যরা প্রশ্ন তুলেছেন—“ওদের কাছ থেকে আসলে শেখার কী আছে?”
ঘটনার সূত্রপাত ঢাকায় পাকিস্তানের হাইকমিশনে আয়োজিত এক বৈঠক থেকে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে পাকিস্তানের আমন্ত্রণে এনসিপির সাত সদস্যের প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়। বৈঠক শেষে এনসিপি নেতারা জানান, তারা বাংলাদেশের জনগণের ভাবনা তুলে ধরেছেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে বলে বিশ্বাস করেন। তাদের মতে, মুক্তিযুদ্ধের ‘৭১ ইস্যু’ সমাধান করা হলে সম্পর্ক আরও অগ্রসর হবে।
এই বৈঠকে এনসিপির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সরাসরি ‘৭১ ডিল’ শব্দটি ব্যবহার করেন। আর এই মন্তব্যকেই কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন মেহের আফরোজ শাওন।
শুধু শাওন নন, সাধারণ মানুষের মধ্যেও এ মন্তব্য নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধ কোনো ‘ডিল’ নয়, বরং স্বাধীনতার মহান যুদ্ধ—এই বার্তা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন তারা।
শাওনের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে সাড়া মিলছে, তা প্রমাণ করে যে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের মর্যাদা নিয়ে কোনো আপস মেনে নিতে রাজি নয়।
r a meeting between Pakistan’s Deputy Prime Minister and NCP leaders in Dhaka.