close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মুক্তাগাছায় নিখোঁজের ৪ দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার

Md Sohel Rana avatar   
Md Sohel Rana
ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের চারদিন পর ৮ম শ্রেণিতে পড়ুয়া ফারিহা আক্তার লিমা (ছদ্মনাম) নামের এক
স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।..

নিখোঁজ ফারিহা আক্তার লিমাকে (১৪) উপজেলার পয়রাকান্দি এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উদ্ধার করে মুক্তাগাছা থানায় হস্তান্তর করেন মুক্তাগাছা ২ এপিবিএন। 

বিষয়টি র বিকালে নিশ্চিত করেন মুক্তাগাছা ২ এপিবিএন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কুতুব উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার রুদ্রপুর এলাকার স্কুল ছাত্রী লিমা চলতি বছরের ১৫ জুন (রোববার) সকাল সাড়ে ৭ টার দিকে মানকোন বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে আর বাড়ীতে ফিরো না আসেলে।পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর কোথায় খোঁজ না পেয়ে 
১৭ জুন মুক্তাগাছা থানায় একটি নিখোঁজের জিডি করে (যার নং- ৮০২)। এরপরও ওই ছাত্রীর কোন ধরনের সন্ধান  না মিলাই। পরিবারের লোকজন ১৯ জুন ২ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়কের অফিসে এসে মেয়েটির সন্ধানে লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে অপারেশন শাখার এসআই আমিনুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ লিমার বর্তমান অবস্থান সনাক্ত করেন এবং সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিতে ওই স্কুলছাত্রীকে মুক্তাগাছা থানায় সোপর্দ করা হয়।

মুক্তাগাছা ২ এপিবিএন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কুতুব উদ্দিন জানান,স্কুল ছাত্রীকে উদ্ধার করে মুক্তাগাছা থানা হেফাজতে দেওয়া হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান,থানায় জিডি করেছিনেন স্কুল ছাত্রীর পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়। 

没有找到评论