close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মতলব উত্তরে জাটকা অভিযানে জব্দকৃত নৌকা নিলামে বিক্রি।

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে জব্দ ৭টি নৌকার উন্মুক্ত নিলামে বিক্রি

শহিদুল ইসলাম খোকন:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযান-২০২৫ এর আওতায় জব্দকৃত ৭টি নৌকার উন্মুক্ত নিলাম বিক্রি করা হয়েছে। রবিবার (৪ মে) সকালে উপজেলার মেঘনা নদীর তীরে এ নিলাম কার্যক্রম শুরু হয়।
নিলামে ৭টি নৌকা মোট ৭৩ হাজার টাকা মূল্যে বিক্রি হয়, যার সঙ্গে ভ্যাট ও আয়করসহ মোট আদায় হয় ৮১ হাজার ৪’শ ৪০ টাকা। উন্মুক্ত এই নিলামটি সরকারি বিধি অনুসরণ করে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।
নিলামে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল কাইয়ুম এবং কোস্টগার্ডের সদস্যরা। এছাড়াও স্থানীয় জেলে ও সাধারণ জনগণ নিলামে অংশ নেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, “জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে জব্দ হওয়া নৌকাগুলো নিলামের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব সংযুক্ত করা হয়েছে, যা আমাদের কার্যক্রমের সফলতার প্রমাণ।”
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “নিলাম প্রক্রিয়াটি আমরা স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করেছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এসব জব্দকৃত নৌকা নিলামের মাধ্যমে বিক্রি করেছি এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, প্রতিবছর জাটকা সংরক্ষণে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ইলিশ অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। 

ছবি ক্যাপশন:
মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে জব্দ ৭টি নৌকার উন্মুক্ত নিলামে বিক্রি সম্পন্ন।

Geen reacties gevonden