close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মতলব উত্তরে গনিত পরীক্ষায় ১ শিক্ষার্থী বহিষ্কার

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

মতলব উত্তরে এসএসসি পরীক্ষায়  ১ পরীক্ষার্থী বহিষ্কার 

শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। 
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গনিত পরীক্ষা চলাকালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। 
নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের  পরীক্ষার্থী সুমাইয়া আক্তার লিয়া, রোল নম্বর ১৮০৫২৪, রেজি: নং ২২১৮৬৭৩৩০৫ কে কেন্দ্রে দায়িত্ব পালনকালে ম্যাজিস্ট্রেট কক্ষ পরিদর্শনকালে ওই পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরে ফেলেন এবং তাকে বহিষ্কারের নির্দেশ দেন।
নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মো. তাইজুল ইসলাম জানান, পরিক্ষার কেন্দ্রে সুন্দর, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা কাজ করছি। কিন্তু আজকের ঘটনাটি একটু ভিন্ন ধরনের। ওর কাছে অন্য কাগজ ছিল।
তিনি আরও জানান, বহিস্কৃত এ পরীক্ষার্থী এবছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না। 
ছবি ক্যাপশন:
মতলব উত্তরের নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator