close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মতলব উত্তরে বাক প্রতিবন্ধীর ধর্ষক আটক। ডিএনও পরীক্ষায় মিলছে সত্যতা।..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

 মতলব উত্তরে বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার। প্রাথমিক রিপোর্টে মিলছে আলামত 

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. সেকান্তর বাদশা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক রিপোর্টে আলমতের সত্যতা মিলছে বলে জানিয়েছে পুলিশ। 
জানা যায়, গত ৬ এপ্রিল উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামের মৃত আব্দুল হক মিয়াজির ছেলে মো. সেকান্দর বাদশা (৫০) তার স্ত্রীর ছেট ভাইয়ের মেয়ে বাক প্রতিবন্ধী (১৬) কিশোরী তার বাড়িতে বেড়াতে আসে। ঐদিন বিকেল ৪ টার দিকে তাকে একা পেয়ে ঐ কিশোরীর ফুফা সেকান্দর বাদশা তাকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে সে বাসায় গিয়ে তার মাকে ঘটনা জানায়। 
পরে পুরো এলাকায় এ খবর ছড়িয়ে পরে। গত  ৯ এপ্রিল দুপুরে মতলব উত্তর থানা পুলিশ সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে আসামি মো. সেকান্তর বাদশাকে চাঁদপুর আদালতে প্রেরণ করেন। এদিকে ভিক্টিমকে ডিএনও পরীক্ষা করে। পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন থানা পুলিশ। 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউলি হক বলেন, ভিকটিমের মা বাদী হয়ে একটি ধর্ষন মামলা করেছে। ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসামি সেকান্তর বাদশাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 
এ বিষয়ে অভিযুক্ত সেকান্দর বাদশা বলেন, আমি এ ধরনের কোন কাজ করিনি। আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমার ছোট ভায়রা একই গ্রামের ছালামত পাটোয়ারীর ছেলে আলাউদ্দিন এ কাজ করেছে। 

ছবি -১
প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযুক্ত ফুফা সেকান্দর বাদশা।

לא נמצאו הערות