মতলব দক্ষিণ থানায় এসআই জীবন চৌধুরীর বেতন বন্ধের নির্দেশ
শহিদুল ইসলাম খোকন : আদালতের আদেশ অমান্য করে তদন্ত কর্মকর্তা হিসেবে আদালতে সাক্ষী দিতে না আসায় পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরী নামে একজনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
রোববার (৬ এপ্রিল) আদালতের নির্দেশের বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ১৯ মার্চ বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম এ আদেশ দেন।
এসআই জীবন চৌধুরী বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে বিচারাধীন একটি মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায় কর্মরত আছেন।
মামলার স্বাক্ষী দিতে না যাওয়ায় তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে।