উত্তরায় পরিত্যক্ত মর্টারসেল উদ্ধার
শহিদুল ইসলাম খোকন : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় থেকে প্রায় ৫৪ বছরের পুরাতন একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে দিয়াবাড়ি থেকে এটি স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১২ টা ৩০ মিনিটের সময় উত্তরার দিয়াবাড়ির ১৭ নাম্বার সেক্টরে মাটির স্তুপ থেকে বেকু দিয়ে মাটি কাটার সময় এটি দেখতে পায়। পরে পুলিশকে জানালে পুলিশ এসে মর্টারসেলটি নিয়ে যায়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এটি ফেলে গিয়েছিল।
কয়াপশন: উওরা দিয়াবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত মর্টারসেল।