close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মরুর দুম্বা ছড়িয়ে দিতে উদ্যোক্তা জাহিদের স্বপ্ন

Mahamud Mithu avatar   
Mahamud Mithu
গাইবান্ধার উদ্যোক্তা জাহিদ দেশীয় পরিবেশে মরুর দুম্বা পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।..

বাংলাদেশের গ্রামীণ প্রান্তরে নতুন এক স্বপ্নের বীজ বুনেছেন তরুণ উদ্যোক্তা জাহিরুল ইসলাম জাহিদ। মরু অঞ্চলের প্রাণী দুম্বা এখন গাইবান্ধার সবুজ প্রকৃতিতে পালন করে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার অভিলাষে এগিয়ে যাচ্ছেন তিনি। এক সময় সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করতে হতো এই প্রাণী। আজ সেই দুম্বা স্থানীয়ভাবে লালন-পালনের মাধ্যমে জাহিদ প্রান্তিক উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দিচ্ছেন।

জাহিদের খামার শুরু হয়েছিল মাত্র কয়েকটি দুম্বা দিয়ে। বর্তমানে তার খামারে প্রতিটি দুম্বার বাজারমূল্য আড়াই থেকে চার লাখ টাকা পর্যন্ত। তবে বিক্রির চিন্তা এখনই নয়। তার লক্ষ্য হচ্ছে দুম্বা খামার সম্প্রসারণ এবং প্রান্তিক পর্যায়ে এটি ছড়িয়ে দেওয়া। গাইবান্ধার দড়ি জামালপুর গ্রামে জাহিদের খামারটি স্থানীয়দের গর্বের প্রতীক হয়ে উঠেছে।

জাহিদের বাড়ি রংপুরের পীরগঞ্জে হলেও খামারটি গড়ে উঠেছে গাইবান্ধায়। পেশাগত জীবনে যক্ষ্মা নিয়ে কাজ করা সত্ত্বেও প্রাণী পালন বিষয়ে তার গভীর আগ্রহ তাকে দুম্বার খামার গড়ে তুলতে অনুপ্রাণিত করেছে। তার ছোট ভাই জিন্নাহ মণ্ডল খামারের দেখভাল করেন। তাদের যৌথ স্বপ্ন হলো উন্নত জাতের দুম্বা এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটি বাণিজ্যিক খামার গড়ে তোলা।

খামারের দুম্বাদের খাবার হিসেবে ঘাস, পাতা, খড়, ভুষি এবং সরিষার খৈল দেওয়া হয়। প্রতিদিন রুটিন মাফিক যত্ন নেওয়া হয়, যাতে মরুভূমির প্রাণী হলেও বাংলাদেশের পরিবেশে তারা সহজে মানিয়ে নিতে পারে। জিন্নাহ জানালেন, দুম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য প্রাণীর তুলনায় বেশি হওয়ায় চিকিৎসার খরচ কম।

দুম্বা পালন লাভজনক, কম পুঁজিতেও শুরু করা যায়। খামারের প্রতিটি দুম্বার ওজন ৭৫ থেকে ১২০ কেজি পর্যন্ত। ছয় মাস বয়সি দুম্বার দাম ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং বয়স্ক দুম্বার দাম দেড় থেকে দুই লাখ টাকা।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জাহিদ চান, কোরবানির হাটে দুম্বার সরবরাহ বাড়াতে। তিনি বলেন, 'সবাই গরু-ছাগল কিনছে। দুম্বার চাহিদা থাকলেও সরবরাহ নেই। আমি চাই দেশের প্রতিটি জেলায় দুম্বা পৌঁছে যাক।'

জাহিদের এই উদ্যোগ শুধুমাত্র একটি ব্যবসায়িক ধারণা নয়, এটি একটি সামাজিক উদ্যোগও বটে। স্থানীয়দের মধ্যে আত্মকর্মসংস্থান এবং কৃষিতে নতুন দিক উন্মোচন করতে পারে এই উদ্যোগ।

No se encontraron comentarios


News Card Generator