কক্সবাজার পৌর বিএনপির আওতাধীন ৫ নং ওয়ার্ড পশ্চিম শাঁখা বিএনপির সহ-সভাপতি মরহুম ছুরুত আলম সাওদাগরের স্মরণে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব সাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজল আহাম্মদ এর সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার রামু ঈদগাঁও আসনের গণমানুষের নেতা ধানের শীর্ষের একক প্রার্থী সাবেক সাংসদ জনাব লুৎফুর রহমান কাজল।
এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা, পৌরসভা, বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
মরহুম ছুরুত আলমকে স্মরণ করতে গিয়ে প্রধান অতিথি লুৎফুর রহমান কাজল বলেন একজন সৎ নিষ্ঠাবান পরিশ্রমী নেতা ছিলেন এবং এমন রাজনীতি করার জন্য মানুষকে আহ্বান করেন এবং আগামীর জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধ রক্ষায় ও দেশ জাতির ভাগ্য উন্নয়নে ধানের শীর্ষের পক্ষেই থাকুন দলকে বিজয়ী করুন।
পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।



















