ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য মরহুম আমানুল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হলেও, স্থানীয় সাংবাদিকদের অবহিত না করায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এই বিষয়ে সাংবাদিক খলিলুর রহমান অভিযোগ করে বলেন, “এমন একজন সম্মানিত নেতার স্মরণসভা অনুষ্ঠিত হলো অথচ সাংবাদিকদের জানানো হয়নি-এটি অত্যন্ত দুঃখজনক।”
খলিলুর রহমানের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা শুরু হয়। সাংবাদিক বরকত উল্লাহ মন্তব্য করে বলেন, “সাংবাদিকদের চোখ-কান খোলা রাখতে হয়। তাছাড়া আপনি একটা ছবি পেলেই তো নিউজ করে দিলেই হয়।” তিনি ইঙ্গিত দেন, উপস্থিত না থেকেও সাংবাদিকতার কাজ চালানো সম্ভব।
অন্যদিকে সাংবাদিক শেখ আযমল হুদা মাদানী বিষয়টি আরও গভীরভাবে ব্যাখ্যা করে বলেন, “ভালুকা চৌধুরী পরিবারকে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে সংকোচিত করা হচ্ছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে।”
মো: মোখলেসুর রহমান এ বিষয়ে বলেন, “সাংবাদিকগণ তো নিজের ইচ্ছায় নানা জায়গায় যেতেই পারেন। তবে এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাংবাদিকদের না জানানো অনভিপ্রেত।”
স্থানীয় গণমাধ্যমকর্মীরা মনে করছেন, সাংবাদিকদের আমন্ত্রণ না জানিয়ে একদিকে গণমাধ্যমকে অগ্রাহ্য করা হয়েছে, অন্যদিকে এর মাধ্যমে ভালুকার রাজনীতিতে একটি শক্তিশালী পরিবারকে পরিকল্পিতভাবে পেছনে ফেলার চেষ্টাও থাকতে পারে।