মৌলভীবাজারে পুলিশ পারফরম্যান্সে স্বীকৃতি

Satyajit Das avatar   
Satyajit Das
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন মাসের শ্রেষ্ঠ অফিসারসহ বিভিন্ন ইউনিটের কর্মদক্ষতা স্বীকৃতি পায়। বড়লেখা থানার ওসিকে বিশেষ পুরস্কার দেওয়া হয় চুরি উদঘাটনের জন্য।..

সত্যজিৎ দাস:

পেশাগত নিষ্ঠা,দক্ষতা ও কল্যাণমূলক চেতনায় উজ্জীবিত রাখতে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন,পিপিএম-সেবা। সঞ্চালনায় ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন।

 

সভায় জেলার সব থানা,ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে নতুন প্রস্তাব গ্রহণ ও পূর্ববর্তী মাসের প্রস্তাবগুলোর অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সভার কেন্দ্রবিন্দুতে ছিল-দায়িত্ব পালনে স্বচ্ছতা,কর্মদক্ষতা এবং পেশাগত উন্নয়ন।

 

সভা শেষে জুন মাসে শ্রেষ্ঠ পারফরম্যান্সের ভিত্তিতে জেলার বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন পুলিশ সুপার।

 

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির। অপরদিকে,বড়লেখার একটি মন্দিরে চুরির ঘটনা দ্রুত উদঘাটন করে অপরাধী গ্রেপ্তারের জন্য বিশেষ পুরস্কার লাভ করেন বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা।

 

এছাড়াও জেলার অপরাধ শাখা,কন্ট্রোল রুম ও এলআইসি শাখা-কে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা (পিপিএম) এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল সহ জেলার সকল থানার ইনচার্জ ও ইউনিট প্রধানরা।

 

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,“জেলার প্রতিটি ইউনিটের স্বচ্ছতা,সততা ও জনবান্ধব ভূমিকা আগামীতেও ধরে রাখতে হবে। দায়িত্বপালনের সঙ্গে মানবিকতাও যেন সবার পেশাগত চর্চায় থাকে।”

Inga kommentarer hittades