সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার করমপুর সীমান্ত এলাকা থেকে রবিবার (২৮ জুলাই) ভোর ৫টার দিকে নারী ও শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি-৫২ ব্যাটালিয়নের লাতু বিওপির টহল দল তাদের আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করেছে।
আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ,তিনজন নারী এবং ছয় শিশু রয়েছেন,যারা একই পরিবারভুক্ত। তারা হলেন; মো: ইউসুফ (৩২), সমিরা বেগম (২৮),নুর জাহান (৫০),মো: ইসমাইল (১২), মো: ইব্রাহিম (১১),আয়শা বেগম (৯), আছিয়া বিবি (৮),মো: সোহেল (৮),আমিনা বিবি (৫) ও ফাতেমা (১৮)। তারা কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা ছিলেন।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান,প্রায় পাঁচ বছর আগে আটক ব্যক্তিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সাতক্ষীরার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে দীর্ঘ সময় বিভিন্ন পেশায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করলে,বিএসএফ সীমান্তে তাদের ছেড়ে দেয়। এরপর তারা সীমান্ত পেরিয়ে আবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
বড়লেখার থানার অফিসার (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন,“বিজিবি জিডি মোতাবেক ১০ রোহিঙ্গা নাগরিককে আমরা গ্রহণ করেছি এবং তাদের কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।”
বিজিবি ও পুলিশ প্রশাসন অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।