close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মৌলভীবাজারে কলেজ ছাত্রদল কমিটি ঘিরে ফেসবুকে হাস্যরস, সভাপতির নাম ‘শিবির মিয়া’..

Abdul Aziz avatar   
Abdul Aziz
জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি মৌলভীবাজার জেলার অন্তর্গত কয়েকটি কলেজে নতুন কমিটি ঘোষণা করেছে। এসব কমিটির মধ্যে ভূনবীর দশরত কলেজের কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।..

বিশেষ করে কমিটির সভাপতি হিসেবে ঘোষিত নাম "শিবির মিয়া" সামনে আসতেই ফেসবুকে তৈরি হয়েছে ব্যাপক হাস্যরস। নামটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে স্পর্শকাতর হওয়ায় অনেকেই এটি নিয়ে মিম তৈরি করছেন, রসিকতা করছেন ও বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন।

 

নামটি নিছক কাকতালীয় হলেও, এমন একটি নাম ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে বিভ্রান্তির জন্ম দিতে পারে বলে অনেকেই মত দিয়েছেন। যদিও এখন পর্যন্ত ছাত্রদলের জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায় থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি ঘোষণার পর থেকেই "শিবির মিয়া" নামটি ঘিরে কমেডি পোস্ট, ট্রল ও ব্যঙ্গাত্মক চিত্রে ভরে গেছে নিউজফিড। এতে কমিটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

 

এই ঘটনা ছাত্র রাজনীতিতে নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া, সদস্যদের নাম যাচাই এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সামনে এনে দিয়েছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

Hiçbir yorum bulunamadı