সত্যজিৎ দাস:
মৌলভীবাজার শহরে কিশোর গ্যাংয়ের দাপট ও সন্ত্রাসী তৎপরতা বাড়তে থাকায় পুলিশের বিশেষ অভিযানে ছয় কিশোরকে চাকুসহ আটক করা হয়েছে। এ সময় কাগজপত্রবিহীন একাধিক মোটরসাইকেল জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কেএইচএম জাহাঙ্গীর হোসেনের নির্দেশে এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান–এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। শহরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ওই ছয় কিশোরকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত কিশোররা শহরের গুরুত্বপূর্ণ সড়কে চাকু,দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে মহড়া চালাচ্ছিলো। তারা নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়ে ‘কিশোর গ্যাং’ তৈরি করে চাঁদাবাজি,ভয়ভীতি ও সড়কে বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিল। আটককৃতদের কাছ থেকে অস্ত্র এবং মোটরসাইকেল জব্দ করা হয়, যার কোনো বৈধ কাগজপত্র ছিল না।
অভিযানে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাৎক্ষণিক জরিমানাও আদায় করা হয়। অভিযুক্ত কিশোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে,“শহরে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
সম্প্রতি মৌলভীবাজার শহরে স্কুল-কলেজপড়ুয়া কিশোরদের একটি অংশ বিভিন্ন নামধারী গ্যাংয়ে জড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘গ্যাং লিডার’ বা ‘টপ ক্রিমিনাল’ হিসেবে প্রচার করা,ছুরি নিয়ে ভিডিও বানানো এবং দাপট দেখানো ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের এই অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
জেলা পুলিশ বারবার জানিয়েছে,অপ্রাপ্তবয়স্ক হলেও অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে যেন তরুণদের আচরণ,চলাফেরা ও অনলাইন অ্যাক্টিভিটি নিয়মিত পর্যবেক্ষণ করেন।