সত্যজিৎ দাস:
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মৌণ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজ শেষে শহরের পশ্চিম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌণ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়েস্টার্ন প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এতে জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়জুল করিম ময়ূন বলেন,"বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত ও নিপীড়িত দল বিএনপি। আমরা দীর্ঘদিন ধরে বিরোধী দলে থেকে আন্দোলন করছি। তবে স্পষ্ট করে বলছি,অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আগে রাজপথ ছাড়ছি না। বিএনপি একটি ভদ্রলোকের দল, কটূক্তিতে বিশ্বাসী নয়। কিন্তু কেউ যদি বাধ্য করে, তাহলে জবাব রাজপথেই আসবে।"
তিনি আরও বলেন,“জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল গণতান্ত্রিক অধিকারের এক উজ্জ্বল মাইলফলক। শহিদদের আত্মত্যাগ আমাদের আন্দোলনের অনুপ্রেরণা।”
সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এই পরিবারের বিরুদ্ধে অপপ্রচার মানে দেশের ইতিহাস অস্বীকার করা। অপপ্রচারের জবাব এবার রাজপথেই দেওয়া হবে।”
এর আগে পশ্চিম বাজার জামে মসজিদে জেলা ওলামা দলের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিশেষ মোনাজাত করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন;আবদুল ওয়ালী সিদ্দিকী,আব্দুল মুকিত,মো. ফখরুল ইসলাম,বকসী মিসবাউর রহমান,মনোয়ার আহমেদ রহমান,মুজিবুর রহমান মজনু,নুরুল ইসলাম শেলুন,মারুফ আহমেদ, আব্বাস আলী মাস্টার,মাওলানা আব্দুল হেকিম, কাজী আব্দুর রহিম, সৈয়দ মমশাদ আহমদ, সরওয়ার মজুমদার ইমন,এম এ মোহিত,ইসহাক আহমেদ চৌধুরী মামনুন,আকিদুর রহমান সোহান,জনি আহমেদ প্রমুখ।