মৌলভীবাজারে ৭৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ; গ্রেফতার ১

Satyajit Das avatar   
Satyajit Das
DB police in Moulvibazar seized a truck carrying smuggled Indian cosmetics worth over BDT 7.3 million. One person was arrested while attempting to transport the products without legal documents. A cas..

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ৭৩ লাখ ৪৮ হাজার ৮২০ টাকা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (০৭ আগষ্ট) সকালে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল। গ্রেফতার ব্যক্তির নাম মোঃ লালন মিয়া (২৮), মুটুকপুর,রাজনগর উপজেলার বাসিন্দা।

 

অভিযানটি নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিঃ) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য। তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ) হীরক চক্রবর্তী, এএসআই (নিঃ) মোঃ আবুল ভাসানী এবং ফোর্স কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশী।

 

উদ্ধারকৃত পণ্যের বিবরণ:

১) Cream – ৫,১৮৪ পিস।

২) Skinshine Cream – ৬০০ পিস।

৩) Elosone-HT Cream – ৪,৮০০ পিস।

৪) Derobin Ointment – ৪,৫০০ পিস।

৫) Melnor Cream – ৫,৭৬০ পিস।

৬) Clop-G Cream – ২৩,৬৬০ পিস।

৭) Patanjali Aloe Vera Gel – ২৮৮ পিস।

এছাড়াও ট্রাকের ভেতর থেকে প্রায় ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপাল জব্দ করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক লালন মিয়া ভারতীয় পণ্য বহনের কথা স্বীকার করলেও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তিনি জানান,পলাতক রুবেল মিয়ার সঙ্গে তার পরিচয় রয়েছে এবং রুবেল মিয়ার ‘ভাঙারি ব্যবসার আড়ালে’ পরিচালিত ভারতীয় চোরাই পণ্য সরবরাহ চক্রের অংশ হিসেবে কাজ করতেন। পণ্যগুলো সিলেটের চালিবন্দর এলাকা থেকে এনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে যেতে খালি কার্টুন ও তেরপালের সাহায্যে মালামাল ঢেকে রাখা হতো।

 

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তি ছাড়াও পলাতক ও অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে The Special Powers Act,1974 এর ২৫-বি ও ২৫-ডি ধারায় মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

No se encontraron comentarios