close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মৌলভীবাজারে ৬টি চোরাই সিএনজি উদ্ধার;কাইয়ুম গ্রেপ্তার

Satyajit Das avatar   
Satyajit Das
Six stolen CNG auto-rickshaws were recovered in Moulvibazar, and one suspect was arrested from Sunamganj. Police operation is ongoing.

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার সদর থানার পুলিশ অভিযান চালিয়ে চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে। একই অভিযানে সুনামগঞ্জ জেলার ছাতক থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি আব্দুল কাইয়ুম (৪৫)।

 

পুলিশ সুত্রে জানা যায়,গত ৪ আগস্ট গভীর রাতে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের করিমনগর এলাকার একটি গ্যারেজের তালা কেটে চারটি সিএনজি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা মৌলভীবাজার সদর থানায় অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি স্পেশাল টীম এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া ও এএসআই সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান চালায়। তদন্তে চোরাই যানবাহনের অবস্থান নিশ্চিত হলে মঙ্গলবার (৫ আগস্ট) সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে ছয়টি সিএনজি উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

 

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান,“চোরাই যানবাহন উদ্ধারে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

No se encontraron comentarios