সত্যজিৎ দাস:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) রাতের অভিযানে কমলগঞ্জ থানার পুলিশ ভানুগাছ বাজারের ‘ভাই ভাই স্টোর’ নামের একটি দোকান থেকে মোট ১ লাখ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করে।
অভিযান পরিচালনাকারী কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান,দোকানটিতে সিগারেটগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল। এ সময় মো. সোহাগ মিয়া (৩২) ও মো. রাহী (১৯) নামের দুইজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তারা দুজনেই কমলগঞ্জ উপজেলার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে,দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট আমদানি ও বিক্রি করে আসছিল। তবে জব্দকৃত বিপুল পরিমাণ সিগারেটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা।
পুলিশ জানিয়েছে,এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে আটককৃতদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়।
কমলগঞ্জ থানা পুলিশের ভাষ্যমতে,সীমান্ত ঘেঁষা এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।