close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মোংলায় সন্ত্রাসী ও মাদক চোরাচালান বাড়ায় যৌথবাহিনীর চোকপোষ্ট বসিয়ে তল্লাশি..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলায় সম্প্রতি মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায নডেচড়ে বসেছে প্রশাসন।..

যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বসিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান রোধকল্পে যানবাহনসমূহে তল্লাশি এবং বৈধ কাগজপত্র যাচাই অভিযান পরিচালনা করেছে। এ সময় ৭৭টি যানবাহনে তল্লাশি করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মোংলা বন্দর সংলগ্ন ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে মোংলা-খুলনা হাইওয়ে রাস্তার উপর এই ভ্রাম্যমাণ চেক পোস্ট বসানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সৌমিক ঘোষের নেতৃত্বে ৮ সদস্যের একটি সেকশন এবং বাংলাদেশ পুলিশের ৩ সদস্যের সমন্বয়ে একটি যৌথ দল চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি কর্তৃক ইস্যুকৃত কাগজপত্র যাচাইসহ ৪৫টি মোটরসাইকেল, ১৭টি প্রাইভেট কার, ১১টি বাস ও ৪টি ট্রাকে তল্লাশি করা হয়।

 

没有找到评论


News Card Generator