close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মোংলায় স্বরাষ্ট্র উপদেষ্টার কোস্ট গার্ডের ওয়ার্কশপ ও স্লিপওয়ে উদ্বোধন..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

কোস্টগার্ড পশ্চিম জোনের অধীন মোংলা বেইসে নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করা হয়েছে।..

শনিবার (১৭ মে) বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এ বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করেন।  

উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই প্রকল্প কোস্ট গার্ডের কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং সমুদ্রসীমা রক্ষায় সংস্থাটির সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, এই ওয়ার্কশপ শুধু কোস্ট গার্ডের জন্যই নয়, অন্যান্য সমুদ্রসংক্রান্ত সংস্থার জন্যও একটি সমন্বিত সুবিধা হিসেবে কাজ করবে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, ২০২৪ সালের ১১ জানুয়ারি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোটসমূহের ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব। বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের একমাত্র স্থাপনা, যার মাধ্যমে কোস্ট গার্ডের পাশাপাশি নৌবাহিনী, বর্ডার গার্ড, মোংলা পোর্ট, নৌপুলিশ, বন বিভাগ এবং বিআইডব্লিউটিএ’র নৌযানসমূহ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  

 

 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator