close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মোংলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু ..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলায় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলে তিনি মারা যান।..

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাছির শেখ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। তখন হঠাৎ বজ্রাঘাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘যেহেতু এটি বজ্রাঘাতে এক ধরনের স্বাভাবিক মৃত্যু। তাই আইনি কোনও বিষয় আর এখানে আসছে না কিংবা থাকছেও না। আর এ ব্যাপারে পরিবারেরও কোনও অভিযোগ নেই। তাই আইনি কোনও প্রক্রিয়া নেই।’

Nenhum comentário encontrado