মোংলা বন্দরে ভারত থেকে দুই জাহাজ চাল

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলা বন্দরে খালাস চলছে ভারত থেকে আসা চুক্তির ৩২ হাজার ৫৯৩ মেট্রিক টন সরকারি চাল।..

সোমবার (১৬ জুন) সকাল থেকে বন্দরের হাড়বাড়িয়া-১ এ ‘এম ভি হোয়াং এনহ-০৯’ এবং বেসক্রিক-৫ নম্বরে অবস্থান করা ‘এমভি ট্রাংক এন-০৮’ নামে দুটি জাহাজ থেকে এই চাল খালাস করা হচ্ছে।

এর আগে, জাহাজ দুটি গত ১৪ জুন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছায়। এরপর সোমবার সকাল থেকে তা খালাস প্রক্রিয়া শুরু হয়। আন্তর্জাতিক খোলা দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের চাল আমদানির যে চুক্তি হয়েছে তা পর্যায়ক্রমে মোংলা বন্দরে আসছে। এ পর্যন্ত এই বন্দরের মাধ্যমে ২৫টি জাহাজে করে দুই লাখ ৪৭৭ মেট্রিক টন চাল খালাস করা হয়েছে বলে জানায় মোংলা বন্দর কর্তৃপক্ষ।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এর আগে গত ২০ জানুয়ারি ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান এসেছিল। ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে করে তখন ৫ হাজার ৭০০ মেট্রিক টন এসেছিল দেশে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, ‘এটি ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা চালের ২৫তম চালান। দুটি বিদেশি জাহাজে মোট ৩২ হাজার ৫৯৩ মেট্রিক টন চাল রয়েছে। ভৌত পরীক্ষার জন্য আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করার পর তা মোংলা বন্দরে খালাস করা হচ্ছে।’ আগামী ১৮ জুন আরও সাড়ে ১১ হাজার মেট্রিক টন চালের ২৬তম চালান নিয়ে এই বন্দরে 'এম ভি পাইওনিয়র' জাহাজ ভিড়বে বলেও জানান তিনি।

জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী, ১২টি ধাপে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আসবে বাংলাদেশে। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস হবে চট্টগ্রাম বন্দরে।

 

没有找到评论


News Card Generator