মোংলা বন্দরে ৪৭০ রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে এমভি ভাইকিং ড্রাইভ..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলা বন্দরে ৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। ..

জাহাজটি সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে বলে জানিয়েছেন মোংলা বন্দরের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান।

তিনি বলেন, ‘ক্রাউন নেভিগেশন শিপিং এজেন্টের অধীনে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী এম ভি ভাইকিং ড্রাইভ নামের গাড়ি বহনকারী জাহাজটি ৪৭০টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসেছে। ১৬৪ মিটার দৈর্ঘ্য ও ৭ মিটার গভীরতার জাহাজটি গাড়ি খালাসের কার্যক্রম শেষে ২৭ মে মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

তিনি আরো বলেন, ‘দেশের মোট আমদানির ৬০ শতাংশ গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করা হয়। বন্দর কর্তৃপক্ষ গাড়ি আমদানিকারকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করার কারণে এ বন্দর দিয়ে ক্রমেই গাড়ি আমদানি বাড়ছে।’

 

没有找到评论


News Card Generator