মোংলা বন্দর জেটিতে অর্থবছরের শুরুতে একসাথে চার বাণিজ্যিক জাহাজ..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম করেছে।..

বন্দরের এ সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন মঙ্গলবার (০১ জুলাই) চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।

বন্দরের ৫নং জেটিতে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ কোটা রেস্টু (গিয়ারলেস), ৬নং জেটিতে চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এম টি হাইহং, ৭নং জেটিতে রূপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে সিয়েরা লিওন পতাকাবাহী জাহাজ এম ভি হিস্টোরি এডুয়ার্ড এবং ৯নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি ডি এস প্রসপারিটি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।

এছাড়াও বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টি সহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এ সকল জাহাজে রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি ও রূপপুর প্রজেক্টের মেশিনারিজ, পণ্য, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল ইত্যাদি।

 

Keine Kommentare gefunden