close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মোল্লাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
বাগেরহাটের মোল্লাহাটে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, সনদ ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।..

মঙ্গলবার ১২ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান।

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, উপপুলিশ পরিদর্শক প্রসেন, সোনালী ব্যাংক ব্যবস্থাপক আব্দুস সবুর হাওলাদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুবদলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, সফল যুব মহিলা লুবনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

 

আলোচনা শেষে সফল যুবকদের মাঝে সনদপত্র ও চেক বিতরণ করা হয়। বক্তারা তরুণদের প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানান।

Ingen kommentarer fundet