মোল্লাহাটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
রায়হান শেখ, বাগেরহাট প্রতিনিধি:
“হাত ধোয়ার নায়ক হন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। ১৫ জুলাই ২০২৫, বুধবার গাড়ফা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আজ মোল্লাহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
র্যালিটি বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।