গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি, আই নিউজ বিডি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নতুন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ জুন) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিকী।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ইরানী বেকারিকে ১০ হাজার টাকা এবং সানজিদা ফুড প্রোডাক্টস অ্যান্ড বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় সাইফ ট্রেডার্স নামের একটি মুদি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় পলাশ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিকী জানান,
> “পলাশ উপজেলার বাজারগুলোতে যাতে ব্যবসায়ীরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলে, সে লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। খাবারের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।”