রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর মনোহরদীতে গাছের চারা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল মিয়া (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রিনা বেগম (২৮) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের আতুশাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় লাগানো গাছের চারা কাটাকে কেন্দ্র করে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তারা মিয়া ও চাচাতো ভাইদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মিয়া ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জুয়েল ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কোপায়। এতে দু’জনই গুরুতর জখম হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জুয়েল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার বলেন, “গাছের চারা কাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তারা মিয়াকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”