close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মনোহরদীতে এসিল্যান্ডের নামে প্রতারণা চক্র সক্রিয়, সতর্ক করল উপজেলা প্রশাসন..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
মনোহরদীতে এসিল্যান্ডের নামে প্রতারণা চক্র সক্রিয়, সতর্ক করল উপজেলা প্রশাসন..

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর মনোহরদীতে সহকারী কমিশনার (ভূমি)-এর নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে টাকা দাবি করছে তারা। এ ঘটনায় মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা ভূমি অফিস মনোহরদীর ভেরিফায়েড ফেসবুক পেজে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে।

প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, “প্রিয় মনোহরদীবাসী, আসসালামু আলাইকুম। একদল প্রতারক চক্র এসিল্যান্ডের নাম ব্যবহার করে বিভিন্ন হোটেল থেকে টাকা চাচ্ছে। আপনারা এবিষয়ে সতর্ক থাকুন। এসিল্যান্ড বা কারো নাম ব্যবহার করে যদি কেউ এমন করে সাথে সাথে এসিল্যান্ড, মনোহরদীর মোবাইল নাম্বারে (০১৭৬২৬৮৭০১৪) যোগাযোগ করুন।”

উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, সরকারি কোনো কর্মকর্তা বা এসিল্যান্ড ব্যক্তিগতভাবে কারো কাছে ফোন দিয়ে টাকা দাবি করেন না। তাই এরকম ঘটনায় প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসন জানিয়েছে, প্রতারক চক্রকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মনোহরদীবাসীকে যেকোনো সন্দেহজনক ফোনকল বা ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।

No se encontraron comentarios