close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ময়মনসিংহে একদিনে শিশুসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার, নদীতে একজন নিখোঁজ..

পুলক শেখ avatar   
পুলক শেখ
ময়মনসিংহে একদিনে ছয় মৃতদেহ উদ্ধার ও একজন নিখোঁজ। পুলিশ তদন্ত চলছে।

ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় গত বুধবার রাত (১৩ আগস্ট) থেকে বৃহস্পতিবার রাত (১৪ আগস্ট) পর্যন্ত ২৪ ঘণ্টায় শিশুসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই সময়ে গফরগাঁওয়ের বানার নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ রয়েছেন।

নগরীর কোনাচিপাড়া এলাকায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে আবু হুরায়রা (১১) নামে এক মাদ্রাসার ছাত্র মারা যায়। ব্রাক্ষ্মপল্লীতে লিলি বেগম (৫০) নামে এক নারীর মৃতদেহ তার বাড়ি থেকে পাওয়া যায়। ত্রিশালে ফসলের জমিতে রতন চন্দ্র দাস (২৬) নামে এক পোশাকশ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়, যার মাথায় গুরুতর আঘাত এবং হাত ভাঙা ছিল।

ভালুকায় গাছের ডাল কাটার সময় ফিরোজ মিয়া (৫৫) নামে এক শ্রমিক মৃত্যুবরণ করেন। নান্দাইলে একটি বাঁশঝাড় থেকে আসমা খাতুন (৫৫) নামে এক নারীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ফুলপুরে পুকুর থেকে প্রবাসী খলিলুর রহমান নিকেল (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়, যার গলায় ও বুকে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় পুলিশ হত্যা মামলা দায়ের করেছে।

এদিকে, গফরগাঁওয়ের বানার নদীতে নৌকা থেকে পড়ে সেলিম (৪২) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে খুঁজে পায়নি।

পুলিশ জানায়, এসব ঘটনার মধ্যে বেশিরভাগই অপমৃত্যু হলেও সন্দেহজনক মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Комментариев нет