close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ময়মনসিংহে ভালুকায় বজ্রপাতে প্রাণ হারালেন আরব আলী

পুলক শেখ avatar   
পুলক শেখ
Arab Ali, 60, died in a lightning strike in Bhaluka’s Jamirapara at 4 PM while collecting firewood. Avoid open areas during storms.

বিশেষ প্রতিনিধি: পুলক শেখ, ভালুকা, ময়মনসিংহ
১৮ জুলাই ২০২৫, শুক্রবার

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামে শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে বজ্রপাতে আরব আলী (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরব আলী উপজেলার কংশরকুল গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে আরব আলী বাড়ির পাশে একটি কাটা গাছের লাকড়ি কুড়াতে গিয়েছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্ষাকালে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় এ ধরনের দুর্ঘটনা রোধে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বজ্রঝড়ের সময় খোলা মাঠ বা উঁচু গাছের নিচে না থাকার পরামর্শ দিয়েছেন।

বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে সচেতনতার মাধ্যমে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব। 

Hiçbir yorum bulunamadı