ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও ভালুকা পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বারবার নির্যাতিত ও ত্যাগী নেতা কায়সার আহাম্মেদ খোকন।
এক বিবৃতিতে কায়সার আহাম্মেদ খোকন বলেন, “ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত এই কমিটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত। আমি আশা করি, নবনির্বাচিত নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য সমুন্নত রাখতে অগ্রণী ভূমিকা পালন করবেন।”
তিনি আরও বলেন, “ছাত্রদল বরাবরই এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছে। আমি নিজেও ছাত্র রাজনীতি করতে গিয়ে বারবার সরকারের দমন-পীড়নের শিকার হয়েছি। কিন্তু কোন কিছুই আমাদের আদর্শচ্যুতি ঘটাতে পারেনি। এই নতুন নেতৃত্ব সেই আদর্শকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
ভালুকা পৌরসভায় যুবদলের রাজনীতিতে সক্রিয় খোকন দীর্ঘদিন ধরে দলীয় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন। দলীয় সংকটে পাশে থাকার পাশাপাশি তিনি তরুণদের সংগঠিত করতে বিশেষ ভূমিকা রাখছেন।
নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যেন নেতৃত্বে থেকে ছাত্র সমাজের অধিকার রক্ষায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখেন-এই কামনা করি।”
		
				
			


















