বুধবার (২ জুলাই) সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৪ রান। জবাবে ব্যাট করতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। অভিষিক্ত পারভেজ হোসেন ইমনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যায় তানজিদ হাসান তামিমকে।
তৃতীয় ওভারের দ্বিতীয় বল শেষে বোলিংয়ে আসেন অসিথা ফার্নান্দো। ঠিক তখনই সম্প্রচারের ক্যামেরায় ধরা পড়ে চমকে দেওয়া দৃশ্য—মাঠে ঢুকে পড়েছে একটি বিশাল সাপ। তবে এই অপ্রত্যাশিত উপস্থিতি খেলোয়াড়দের মধ্যে কোনো ভীতি বা অস্থিরতা তৈরি করতে পারেনি। এমনকি ম্যাচ অফিশিয়ালরাও খেলা বন্ধ করেননি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬৪ রান।