মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

Mohammad Shahin avatar   
Mohammad Shahin
মোহাম্মদ শাহিন, জামালপুর

 

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নে রিভারভিউ রেস্টুরেন্ট সংক্রান্ত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী।

রোববার দুপুরে ভুক্তভোগী জুয়েল আহমেদ একটি প্রেসবিজ্ঞপ্তিতে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে মেলান্দহ উপজেলার ফুলকোচা ডাকঘরের কার্যক্রম ও রিভারভিউ রেস্টুরেন্ট সংক্রান্ত ভ্রান্ত, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারিত হয়েছে, যা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর এবং আমাদের সম্মানহানির চেষ্টা।
বাস্তবতা হলো, মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নে ডাকঘরটি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে বাইরের একটি ভাড়া দোকানে ডাকঘরের কার্যক্রম চলমান থাকলেও, পুরাতন ডাকঘর ভবনটি আজও অক্ষত রয়েছে।

সংবাদে উল্লেখিত “তিন বছর পূর্বে দখলের কারণে স্থানান্তর” হওয়ার দাবি পুরোপুরি মিথ্যা। প্রকৃতপক্ষে, দুই বছর আগে রিভারভিউ রেস্টুরেন্ট স্থাপিত হয় এবং গত বছরের এপ্রিল মাসে পরিকল্পিত অগ্নিসংযোগের কারণে প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এবং বন্ধ হওয়ার পরপরই বন্ধ রেস্টুরেন্টটি কিছু অসাধু ও মাদকাসক্তদের দখলে চলে যায়। এবং যায়গাটি পুরোপুরি আসামীদের মাদকের অভয়ারণ্যে পরিণত হয়। উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশীট বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে এবং মামলা বিচারাধীন রয়েছে। মামলার সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত আছে।

রেস্টুরেন্ট পরিচালনাকালে ধূমপানসহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ ছিল। স্থানীয় কয়েকজন বখাটে ব্যক্তি, যারা বর্তমানে মামলার আসামি, নিজেদের অসামাজিক কার্যকলাপ করতে না পেরে ঈদের আগের দিন (অর্থাৎ, প্রতিবেদনে উল্লেখিত জুলাই আন্দোলনের ৪ মাস আগে) পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে। বর্তমানে এক বছরের অধিক সময় ধরে রেস্টুরেন্টটি সম্পূর্ণ বন্ধ রয়েছে, ফলে সেখানে তৎকালিন সময়ে মাদক বা অন্যান্য অবৈধ কার্যকলাপের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক।

প্রচারিত সংবাদের সাক্ষাৎকারদাতারা প্রত্যেকে সংশ্লিষ্ট মামলার আসামি বা তাদের নিকট আত্মীয়। এমনকি, ডাকঘরের পোস্টমাস্টারও এক আসামির আত্মীয়। সংবাদ প্রতিবেদককে সরাসরি প্রকৃত তথ্য, মামলার কপি ও জমি বিরোধ সংক্রান্ত তথ্য প্রদান করা হয়েছে। তা সত্ত্বেও, উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাচাই-বাছাই না করে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, যা পেশাদার সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

আমরা এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ভবিষ্যতে এ জাতীয় মিথ্যা সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

לא נמצאו הערות