ক্ষেতলাল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দিঘীপাড়ার শ্রী কৃষ্ণপদ চন্দ্র দেবনাথ তার নিজস্ব জমি দখল ও এসিল্যান্ডকে ঘিরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার পিতা ১৯৫৬ সালে ক্ষেতলাল মৌজায় ২১ শতক জমি ক্রয় করেন। এর মধ্যে মাত্র ৬ শতক বিক্রি হলেও বাকিটুকু এখনো তাদের দখলে রয়েছে।
তিনি অভিযোগ করেন, একই গ্রামের রনজিত চন্দ্র দেবনাথ জোরপূর্বক জমিতে অনুপ্রবেশের চেষ্টা চালালে আদালতে মামলা করা হয়। আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা দু’দফা তদন্ত করে কৃষ্ণপদ দেবনাথের দখল প্রমাণ করেন।
কৃষ্ণপদ দেবনাথ বলেন, এ রিপোর্টে অসন্তুষ্ট প্রতিপক্ষ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলে এবং ইউটিউবে অপপ্রচার চালায়। তিনি এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর দাবি করে তীব্র নিন্দা জানান।