মানববন্ধনে অংশ নেন নারী, শিশু থেকে শুরু করে এলাকার কয়েক শতাধিক লোকজন। এসময় স্থানীয় ইউপি সদস্য হানিপ মিয়া, আব্দুল্লাহ, ফুল মিয়াসহ অনেকে বক্তব্যে বলেন, মরিচপুর পশ্চিমপাড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে, পেশায় অটোরিকশাচালক মোসলেম উদ্দিন (৩০)–কে নারী ও শিশু নির্যাতন এবং
অপহরণের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারা বলেন, মোসলেম উদ্দিন এলাকার সুনামধন্য ও নিরীহ ছেলে। তাকে পাশ্ববর্তী রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের এক মেয়েকে অপহরণের অভিযোগে ফাঁসানো হয়েছে। এই অভিযোগে মেয়ের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে গত ১৯ মার্চ কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন।
কেন্দুয়া থানার পুলিশ মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বর্তমানে তিনি জেলহাজতে আছেন। এলাকাবাসীর দাবি, মোসলেম উদ্দিন নির্দোষ এবং তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।
মানববন্ধনে মোসলেম উদ্দিনের স্ত্রী মাজেদা আক্তার দুই সন্তানসহ উপস্থিত থেকে বলেন, ‘আমার স্বামী নিরপরাধ। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি আমার স্বামীর মুক্তি চাই।’ একইভাবে মোসলেম উদ্দিনের মা বলেন, ‘আমার ছেলে নির্দোষ। তাই ইউনিয়নের শত শত মানুষ আজ তার মুক্তির দাবিতে রাস্তায় দাঁড়িয়েছে।’
মানববন্ধনে মোসলেম উদ্দিনের বাবা নাছির উদ্দিন বলেন, আমার ছেলে একজন অটোরিকশাচালক। আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি পুলিশের কাছে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাই।’
এ বিষয়ে গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম আকন্দ গণমাধ্যম কর্মীদের
বলেন, ‘মোসলেম উদ্দিনের ঘটনা শুনেছি। সে আমাদের এলাকায় একজন নিরীহ অটোরিকশাচালক হিসেবে পরিচিত। এলাকাবাসীর দাবি, তাকে হয়রানি করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের অনুরোধ জানাই।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের বলেন -সত্যঘটনা উদঘাটন করাই আমাদের কাজ। এই মামলাটি যথাযথ ভাবেই আমরা তদন্ত করছি এবং দোষীদের আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।