close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মিরসরাইতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল পালিত হয়েছে..

sakib avatar   
sakib
নিজস্ব প্রতিনিধি

মিরসরাইতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল পালিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সম্মানিত সদস্য রবিউল হোসেন সাইফুল ভাইয়ের উদ্দেগে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল পালিত হয়েছে মাহফিলে বেগম খালেদ জিয়ার শারিরীক সুস্থতা জন্য দোয়া করা হয় এই সময় উত্তর জেলা যুবদলের সম্মান সদস্য রবিউল হোসেন সাইফুল বলেন দেশ নের্তৃী বেগম খালেদা জিয়া এমন এক নের্তৃী জিনি এত এত জুলুম নির্যাতন হওয়ার পরও দেশ এবং দেশের মানুষকে ছেডে যায়নি এবং দেশও দেশের মানুষের কথা চিন্তা করেছেন তিনি আরও বলেন সাবেক ফ্যাসিস্ট সরকার থেকে ওনাকে দেশ ছেডে চলে গেলে ওনার সব মামলা খালাস করে দিবেন বলেছেন তিনি উওরে বলছিলেন দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এই দেশএবং দেশের মানুষই আমার সব এই রকম দেশ নের্তৃী পাওয়া   গৌরবের বিষয় দোয়ার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ১২নং ইউনিয়ন যুবদলের  সিনিয়র নেতা বাবুল সাইফুল  এবং ১৬ নং ইউনিয়নের ছাত্র দলের নেতা নওসাদ  আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বি এন পি যুবদল ছাত্র দল এবং সহযোগী সংগঠনের নের্তৃত্ব স্থানীয় লোকজন।

لم يتم العثور على تعليقات